পুজোয় ভুরিভোজের সময় প্রিয় পোশাকে লেগেছে হলুদের দাগ? কীভাবে তুলবেন?

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেক সময় খাবার খাওয়ার সময় আপনার পছন্দের পোশাকে হলুদের দাগ লাগে

Image Source: Pexels

এই দাগগুলো বেশ গভীর হয়, কারণ এগুলোতে তেল এবং অন্যান্য মশলাও থাকে।

Image Source: Pexels

এই দাগ সহজে যায় না, তবে আসুন এগুলো সরানোর উপায় জানি।

Image Source: Pexels

প্রথমত, দাগযুক্ত কাপড়ে জল ব্যবহার না করে ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।

Image Source: Pexels

এই ব্রাশটি সরাসরি হলুদ লাগা জায়গায় রেখে ঘষে হলুদের ছড়িয়ে থাকা কণাগুলো সরান।

Image Source: Pexels

তারপরে দাগের উপর ডিটারজেন্টের ৪-৫ ফোঁটা ফেলে আঙুল দিয়ে ঘষুন।

Image Source: Pexels

আপনি হলুদের দাগের উপর সরাসরি লেবুর রস দিয়েও ৩০ মিনিটের জন্য রেখে দিতে পারেন

Image Source: Pexels

এছাড়াও বিকল্প হিসাবে রয়েছে বেকিং সোডার পেস্ট।

Image Source: Pexels

এরপর ধীরে ধীরে কাপড়টা ধুয়ে নিন।

Image Source: Pexels

কিছু ক্ষেত্রে, রোদের সুবাদেও হলুদের দাগ দূর হয়, তাই কাপড় রোদে শুকিয়ে দিন।

Image Source: Pexels