ঝলমলে কালো চুল চান? সমাধান রয়েছে আপনার হাতের কাছেই! ঘরোয়া টোটকাতেই মিলবে ফল।
বর্তমানে খুব অল্প বয়স থেকেই চুল সাদা হওয়ার প্রবণতা দেখা যায়। এর বিভিন্ন কারণ থাকতে পারে
মনে করা হয়, ভুল খাদ্যাভ্যাস, মানসিক চাপ, দূষণ এবং ঘুমের অভাব তাড়াতাড়ি চুল পাকার একটা বড় কারণ।
তবে নারকেল তেলের সঙ্গে দুটি জিনিস মেশালেই চুল পাকা থেকে মুক্তি পাওয়া যেতে পারে
নারকেল তেলে কারি পাতা এবং মেথি দানা মিশিয়ে চুলে নিয়মিত লাগালে মিলতে পারে সুফল
মেথি সাদা চুলকে কালো করতে সাহায্য় করে এবং চুলের গোড়া মজবুত করে
কারি পাতা ও মেথি শরীরের মেলানিন উৎপাদন কমায়। এর ফলে চুল পাকার সমস্যা কমে।
নারকেল তেলের এই মিশ্রণ স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে।
কারি পাতা আর মেথি চুলের ঔজ্জ্বল্য বাড়ায়। এর ফলে চুল স্বাস্থ্যজ্বল দেখায়
সবার প্রথমে নারকেল তেল হালকা গরম করে নিন।
এরপরে তেল ঠাণ্ডা হলে মেথি আর কারিপাতা মিশিয়ে নিন। তারপরে ছেঁকে নিয়ে ব্যবহার করুন