সকালে ঘুম থেকে উঠে, স্নানের পর অবশ্যই ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার, ব্যবহার করা যেতে পারে বডি ক্রিমও
Published by: ABP Ananda
November 1, 2024
যতটা সম্ভব সাবান, শাওয়ার জেল, ক্লিনজ়ার ব্যবহার করা কমাতে হবে
Published by: ABP Ananda
November 1, 2024
পরিবর্তে এমন জিনিস ব্যবহার করতে হবে যাতে ত্বক থাকে সতেজ এবং দূর হয় শুষ্কতা
Published by: ABP Ananda
November 1, 2024
গরমকাল তো বটেই শীতকালেও মাখা উচিত বডি ওয়েল
Published by: ABP Ananda
November 1, 2024
স্নানের আগে বা স্নান সেরে ভেজা গায়ে বডি ওয়েল মাসাজ করতে পারেন, তাতে দূর হয় শুষ্কতা
Published by: ABP Ananda
November 1, 2024
দীর্ঘক্ষণ ধরে স্নানে যেমন ঠান্ডা লাগার আশঙ্কা থাকে তেমনই ত্বকের জন্যও খারাপ, তাই অল্প গরম জলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে স্নান সারুন
Published by: ABP Ananda
November 1, 2024
ভাল করে জল দিয়ে হাত দিয়ে ক্রিম মেখে নিন, এরপর গ্লাভ্স পরুন, তাতে হাত থাকবে নরম
Published by: ABP Ananda
November 1, 2024
যতই শীতকাল হোক, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে মেখে নিন সানস্ক্রিন, বেরোনোর আগে তো অবশ্যই
Published by: ABP Ananda
November 1, 2024
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।