এসি-র গ্যাস শেষ হয়েছে, বুঝবেন কীভাবে?

Published by: ABP Ananda
Image Source: freepik

বর্তমান সময়ে এসি মানব জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে।

Image Source: freepik

তবে এসি ব্যবহারের পাশাপাশি নিয়মিত সময় অন্তর এসির সার্ভিসিং করাটাও দরকার।

Image Source: freepik

এসিতে থাকা গ্যাসও কিছু দিন পর রিফিল করতে হয়।

Image Source: freepik

কোন উপায়ে বুঝবেন যে এসির মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে?

Image Source: freepik

এসির গ্যাস কমে গেলে কিন্তু তা থেকে ঠান্ডা বাতাস আসা কমে যায়, ফলে ঘর ঠিকভাবে ঠান্ডা হতেও সময় লাগে।

Image Source: freepik

গ্যাস কমলে এসির কম্প্রেসার বারংবার চালু এবং বন্ধ হতে থাকে।

Image Source: freepik

এই কারণে ঘরে আর্দ্রতা বাড়ে।

Image Source: freepik

এসির গ্যাস কম থাকলে কিন্তু কুলিং কয়েলে বরফ জমা বন্ধ হয়ে যায়।

Image Source: freepik

এছাড়াও, যদি এসি থেকে গ্যাস লিকের গন্ধ ঘরে আসতে শুরু করে, তবে এটিও এসি গ্যাসের ঘাটতির লক্ষণ।

Image Source: freepik