কিছু মানুষের কখনোই লবঙ্গ খাওয়া উচিত নয় পাচনতন্ত্রকে মজবুত করে এবং গ্যাস-বদহজমের মতো সমস্যা কমাতে সাহায্য করে পেটে ব্যথা হলে লবঙ্গের তেল স্বস্তি দিতে পারে কিন্তু, জানেন কি কাদের কখনোই লবঙ্গ খাওয়া উচিত নয় ? লবঙ্গ থেকে গর্ভবতী ও স্তনপান করানো মহিলাদের দূরে রাখা উচিত লবঙ্গ গরম প্রকৃতির হয়। তাই, এটি খাওয়ার পর কারো কারো সমস্যা হতে পারে গর্ভাবস্থায় লবঙ্গের তেল ক্ষতিকারক হতে পারে যদি কারো ব্লাড ডিসঅর্ডারের সমস্যা থাকে, তাহলে তারও লবঙ্গ খাওয়া উচিত নয় লবঙ্গয় Eugenol নামক উপাদান থাকে, যা রক্তকে পাতলা করে কারো পেটে সমস্যা থাকলে তার লবঙ্গ খাওয়া উচিত নয়