চুলের যত্নের জন্য মূলত ব্যবহার করা হয় কেমিক্যালযুক্ত উপাদান

Published by: ABP Ananda

তবে পুষ্টিগুণে ভরপুর অ্যাপল সিডার ভিনিগার চুলের যত্নে কার্যকরী

Published by: ABP Ananda

স্ক্যাল্প থেকে নোংরা দূর করা সহ pH লেভেল বজায় রেখে চুল রাখে স্বাস্থ্যোজ্জ্বল

Published by: ABP Ananda

অ্যাপল সিডার ভিনিগারের গুণে চুল উজ্জ্বল হয় এবং গোড়া শক্ত হয়, কীভাবে ব্যবহার করবেন?

Published by: ABP Ananda

প্রথমে শ্যাম্পু করে তারপর কন্ডিশনার ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

৩/৪ কাপ জলে ৩ টেবিল চামচ অ্যাপল সিডার ভিনিগার মেশাতে হবে

Published by: ABP Ananda

খুসকি বা তৈলাক্ত চুল হলে অ্যাপল সিডার ভিনিগারের পরিমাণ বাড়িয়ে ৪ চামচ করতে হবে

Published by: ABP Ananda

ওই মিশ্রণ চুলে দিতে হবে এবং ৫ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলতে হবে

Published by: ABP Ananda

সপ্তাহে একদিন এই নিয়ম মেনে চললে রুক্ষতা দূর হবে এবং চুলের গোড়া মজবুত হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda