সহজেই হজম হয় সাবুদানা, একইসঙ্গে দূর হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যাও

Published by: ABP Ananda

সাবুতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা পরিপাকতন্ত্রের ক্রিয়াকে সহজ করে

Published by: ABP Ananda

কার্বোহাইড্রেটের অন্যতম উৎস, যা থেকে এনার্জি পাওয়া যায়

Published by: ABP Ananda

সাবুতে আছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, যা দাঁত এবং হাড়ের গঠনে সহায়ক

Published by: ABP Ananda

সাবুদানা প্রাকৃতিকভাবে গ্লুটেন-মুক্ত, সিলিয়াক রোগ বা যাঁদের গ্লুটেন যুক্ত খাবার খেতে সমস্যা হয় তাঁদের জন্য বিকল্প খাদ্য

Published by: ABP Ananda

সাবুদানায় রয়েছে ট্যানিন এবং ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট

Published by: ABP Ananda

সাবুদানা ত্বক ও চুলের সমস্যা যেমন ব্রণ, খুশকি এবং কালো দাগ দূর করতে সাহায্য করে

Published by: ABP Ananda

সাবুদানা সহজপাচ্য এবং উপোসের সময় হজম সংক্রান্ত সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে

Published by: ABP Ananda

সাবুতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা লোহির রক্ত ​​কণিকা উৎপাদনে কার্যকরী

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda