চুলের যত্নে অনেকেই ঘরোয়া টোটকার উপর ভরসা করেন, যার মধ্যে অন্যতম রসুন, যা গুঁড়ো করলে কার্যকরী ফল পাওয়া যায়

Published by: ABP Ananda

সালফারে ভরপুর রসুন, যা হেয়ার ফলিকল শক্ত করে এবং চুল ঝরা কমাতে সাহায্য করে

Published by: ABP Ananda

অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যুক্ত রসুন স্ক্যাল্পের সংক্রমণ কমাতে সাহায্য করে যা চুল ঝরার অন্যতম কারণ

Published by: ABP Ananda

রসুনের পাউডার নারকেল তেল বা অলিভ ওয়েলের সঙ্গে মিশিয়ে মাখা যায়

Published by: ABP Ananda

এই মিশ্রণ চুলের পরিবর্তে স্ক্যাল্প মাসাজের চেষ্টা করতে হবে

Published by: ABP Ananda

স্ক্যাল্পের মাসাজে পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

এই মিশ্রণ মাখার পর শ্যাম্পু করা বাধ্যতামূলক কারণ, রসুনের গন্ধ মাথায় থেকে যায়

Published by: ABP Ananda

সপ্তাহে অন্তত একদিন এই পদ্ধতিতে চুলের যত্ন নিতে হবে

Published by: ABP Ananda

রসুন মাসাজ করলে রক্ত সঞ্চালনা বাড়ে ফলে নতুন চুল গজানোর পথ সহজ হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda