রসুনের গুঁড়োতে আছে সালফার, যা চুলের ফলিকল মজবুত করে এবং চুল পড়া কমায়

Published by: ABP Ananda

রসুনে আছে অ্য়ান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা স্ক্যাল্পের সংক্রমণ প্রতিহত করে এবং চুল পড়া কমায়

Published by: ABP Ananda

সামান্য রসুনের গুঁড়ো নারকেল তেল বা অলিভ ওয়েলে মিশিয়ে মাখলে ফল মিলবে হাতেনাতে

Published by: ABP Ananda

রসুন তেল স্ক্যাল্পে দিয়ে তাতে ৫ থেকে ১০ মিনিট মাসাজ করতে হবে

Published by: ABP Ananda

রসুনের পেস্ট মিশিয়ে ২০ থেকে ৩০ মিনিট স্ক্যাল্প সহ চুলে লাগিয়ে রাখতে হবে

Published by: ABP Ananda

স্ক্যাল্প পরিষ্কার এবং রসুনের গন্ধ দূর করার জন্য আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

কার্যকরী ফল পেতে নির্দিষ্ট সময় অন্তর ব্যবহার করতে হবে, প্রয়োজনে সপ্তাহে একদিন ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

এই পদ্ধতিতে রসুনের গুঁড়ো ব্যবহার করলে দ্রুত চুল গজাতে পারে

Published by: ABP Ananda

যাঁদের অ্যালার্জির আশঙ্কা রয়েছে, তাঁরা চুল বা স্ক্যাল্পের কিছুটা অংশে এই পেস্ট ব্যবহার করতে পারেন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda