ভেজালে জিনিসে
ভরে গিয়েছে বাজার


তাই খুঁজেপেতে
কিনুন খাঁটি মধু


শুধু খাওয়ার জন্যই নয়,
মুখেও লাগাতে পারেন মধু


মধু ত্বক নরম রাখে, ব্রণ হয় না,
ক্ষত সারায়, বার্ধক্য রোখে


ত্বক উজ্জ্বল হয় যেমন,
শুষ্কভাব দূর করে


ক্লেনজারের সঙ্গে মিশিয়ে
মুখ পরিষ্কার করতে পারেন


আঙুলে মধু নিয়ে
মাসাজ করতে পারেন মুখে


মধু, কলা, গোলাপ জল মিশিয়ে
লাগান, মাসাজ করে ধুয়ে নিন


মধু, শসা, অ্যালোভেরা জেল
মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন


টমেটোর রস, মধু মিশিয়ে
লাগান, ধুয়ে নিন ঠান্ডা জলে