বরফ ত্বক টানটান করতে এবং ত্বকের উপরে দাগ দূর করতে পারে

Published by: ABP Ananda

মেকআপ তুলতে এবং ময়লা দূর করতে পারে বরফ

Published by: ABP Ananda

আইস রোলার ব্যবহার করলে ত্বক নরম হয়

Published by: ABP Ananda

সরাসরি বরফ অথবা পরিষ্কার কাপড়ে বরফ নিয়ে হালকা হাতে ঘষতে হবে

Published by: ABP Ananda

যেসব জায়গায় পাতলা চামড়া অথবা বলিরেখা রয়েছে, সেই সব জায়গা বেশি নজর দিন

Published by: ABP Ananda

ত্বকের লালভাব দূর করতে এক থেকে দুমিনিট বরফ ঘষুন

Published by: ABP Ananda

তবে বরফ ব্যবহারের পর অবশ্যই মুখে সিরাম বা হাইড্রেট থাকবে এমন কোনও ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

লাগাতার এই পদ্ধতি ব্যবহার রক্ত সঞ্চালনা বাড়বে, ফোলাভাব দূর হবে

Published by: ABP Ananda

কার্যকরী ফল পেতে সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda