এই গরমে বাইরে বেরোলে রোদে চামড়া পুড়ে যায়।



আর এই ট্যানের দাগ তুলতে জেরবার ?



গরমের দিনে ফলের রাজাতেই এর সমাধান।



আমেই দূর হবে সান-ট্যান, কালো ছোপ, মুখের শুষ্কভাবও।



আম আর মুলতানি মাটির ফেসপ্যাক লাগাতে পারেন।



আমের রস, দই আর মুলতানি মাটি রূপ বদলে দেবে আপনার।



আবার শুধু আম আর দই দিয়েও বানাতে পারেন ফেসপ্যাক।



এই ফেসপ্যাক লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।



ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।



Thanks for Reading. UP NEXT

গরমে প্রিয় পোষ্যর ডায়েট, পেট ঠান্ডা রাখতে কী খাওয়াবেন?

View next story