ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পালং শাক, যা সামগ্রিকভাবে স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি চুলেরও যত্ন নিতে পারে

Published by: ABP Ananda

চুল ঝরে পাতলা হয়ে যাওয়া হোক বা রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা হোক, সমাধানে কার্যকরী হতে পারে পালং শাক

Published by: ABP Ananda

প্রতিদিন পাতে হোক বা সরাসরি ব্যবহার করলে পালং শাকের গুণে চুল হতে পারে সুন্দর, কীভাবে ব্যবহার করবেন?

Published by: ABP Ananda

খাওয়া যেতে পারে পালং শাকের রস, এতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাওয়া যায়, প্রতিদিন সকালে এই রস খেতে হবে

Published by: ABP Ananda

পালং শাক পেস্ট করে গরম করা নারকেল তেলে মিশিয়ে চুলে এবং স্ক্যাল্পে মাখুন, আধঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন, এতে চুল থাকে স্বাস্থ্যোজ্জ্বল

Published by: ABP Ananda

মধু সঙ্গে এক চামচ পালং শাকের পেস্ট মিশিয়ে চুলে এবং স্ক্যাল্পে দিয়ে ৫ মিনিট মাসাজ করতে হবে, আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

দইয়ে রয়েছে প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড, যা পালং শাকের সঙ্গে মিশিয়ে মাখলে চুলের গোড়া শক্ত হয়

Published by: ABP Ananda

অ্যালোভেরার নির্যাস এবং পালং শাক একসঙ্গে মিশিয়ে নিন, এতে চুল গজাতে পারে এবং রুক্ষতা দূর করে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda