ত্বকের জন্য জল? বর্তমানে ক্রিম আর ময়েশ্চরাইজারে যুগে ত্বকে তেল লাগানোর কথা বললে চমকে ওঠেন অনেকেই।

Published by: ABP Ananda
Image Source: pexels

তবে তেলকেই ত্বকের যত্ন নিতে ব্যবহার করা হয়েছে আদি যুগ থেকে। এই প্রথা কিন্তু এখনও সমান কার্যকরী

Image Source: pexels

দূষণ, অনিয়মিত জীবনধারা এবং রাসায়নিক পণ্য ব্যবহারের কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যেতে পারে।

Image Source: pexels

ত্বকের আর্দ্রতা ফেরাতে আর ত্বককে ঝলমলে রাখতে তেলের জুড়ি মেলা ভার। তবে ব্যবহার করতে হবে সঠিক নিয়মে

Image Source: pexels

যে কোনও রাসায়নিক তেলের থেকে ভাল প্রাকৃতিক তেল। এতে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে

Image Source: pexels

ত্বকের যত্নে খুব ভাল কাজ করে নারকেল তেল। মেকআপ তোলার জন্য যে কোনও রাসায়নিক জিনিসের থেকে ভাল এই নারকেল তেল

Image Source: pexels

বাদাম তেল নিয়মিত ত্বকে লাগালে ত্বকের কালো দাগ ছোপ আর ডার্ক সার্কেল কমে যায়

Image Source: pexels

অর্গ্যান অয়েল ত্বকের জন্য খুব ভাল। এটি ত্বক উজ্জ্বল করে ও ত্বকে আর্দ্রতা যোগায়

Image Source: pexels

রোজহিপ তেলকে অ্যান্টি এজিং হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন ক্রিমেও এই তেল ব্যবহার করা হয়।

Image Source: pexels

তৈলাক্ত ত্বক ও ব্রণর মতো সমস্য়াকে দূর করে জোজোবা অয়েল।

Image Source: pexels