মানুষের চেয়ে পোষ্যকে

বেশি কাছের মনে হয়

Published by: ABP Ananda

কিন্তু এই পোষ্যকে আদর

করে অসুস্থও হন অনেকে

Published by: ABP Ananda

‘পেট অ্যালার্জি’র লক্ষণগুলি

জেনে রাখা জরুরি তাই

Published by: ABP Ananda

পোষ্যের রোম, ডেডসেল, লালা,

প্রস্রাব থেকে অ্যালার্জি হতে পারে

Published by: ABP Ananda

শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে, আসবাব থেকে

অ্যালার্জেন ঢুকতে পারে শরীরে

Published by: ABP Ananda

ঘন ঘন হাঁচি, নাকবন্ধ, নাক দিয়ে

জল পড়া এমন অ্যালার্জির লক্ষণ

Published by: ABP Ananda

পোষ্যকে আদর করে চোখ জ্বালা,

চোখ চুলকানো, চোখ লাল হওয়াও লক্ষণ

Published by: ABP Ananda

পোষ্যকে আদরের পরই কাশছেন,

হাঁচছেন, শ্বাসকষ্ট? সতর্ক হোন

Published by: ABP Ananda

পোষ্যের লালায় ত্বকের উপর

ব়্যাশ বেরোলেও অ্যালার্জির লক্ষণ

Published by: ABP Ananda

পোষ্যের ডেডসেল থেকে গলাব্যথা,

গলাবেঁধা, নাকবন্ধ হতে পারে

Published by: ABP Ananda

যাঁদের অ্যাজমা আছে, তাঁদের ক্ষেত্রে

অ্যালার্জি মারাত্মক হতে পারে

Published by: ABP Ananda

লাগাতার সমস্যা হলে

অবশ্যই ডাক্তার দেখান

Published by: ABP Ananda

এ নিয়ে ডাক্তারের

পরামর্শ অনুযায়ীই চলুন

Published by: ABP Ananda