জিনস কাচা এমনিতেই
বেশ কষ্টকর


বেশি কাচলে তাড়াতাড়ি
খারাপও হয়ে যায়


কিছু নিয়ম মেনে চললে
জিনস টিকবে বেশিদিন


জিনস কিন্তু ঘন ঘন
কাচা উচিত নয়


মাসে একবার জিনস
কাচতে পারেন


কাচার সময় জিনস
উল্টে নিন অবশ্যই


মেলুনও উল্টো করে,
এতে রং ফিকে হবে না


জিনস সবসময়
ঠান্ডা জলে কাচুন


জিনস ড্রায়ারে না
শুকোনোই ভাল


অন্তত পক্ষে ১০-১৫ বার
পরার পরই জিনস কাচুন