টানা ১ মাস ধরে রোজ খান কয়েকটা করে খেজুর। জানেন কি ছোট্ট এই পদক্ষেপ কী কী প্রভাব ফেলতে পারে শরীরে?

Published by: ABP Ananda
Image Source: pexels

টানা এক মাস ধরে খেজুর খেলে স্বাস্থ্য সংক্রান্ত অনেক উন্নতি হয়। শরীরের অনের রোগও কমে যেতে পারে।

Image Source: pexels

খেজুরে ন্যাচারাল গ্লুকোজ রয়েছে। এটা শরীরে মিষ্টির ঘাটতি পূর্ণ করে ও শক্তি যোগায়।

Image Source: pexels

খেজুরে ফাইবার থাকে যা হজম ক্ষমতা বাড়য় এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়।

Image Source: pexels

খেজুরের মধ্যে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে

Image Source: pexels

খেজুরে ক্যালসিয়াম আর ভিটামিন থাকে যা হাড়কে শক্তিশালী করে।

Image Source: pexels

খেজুর আয়রনের ভাল উৎস যা রক্তাল্পতা দূর করে

Image Source: pexels

খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Image Source: pexels

খেজুরে থাকা ভিটামিন ত্বককে উজ্জ্বল করে।

Image Source: pexels

খেজুরের মধ্যে থাকা ভিটামিন মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে

Image Source: pexels