বাস্তুমতে প্রতিটি বিষয় নিয়েই নিয়ম রীতি আছে। সেটা মানলে বাস্তবিক জীবনে ফারাক বোঝা যায়। বাস্তু মেনে পুজো করলেও ইচ্ছেপূরণ হতে পারে। পুজোর সময় নির্দিষ্ট দিকে বসে দেওয়াই মঙ্গলের। পুজোর জন্য সঠিক দিক হল উত্তর পূর্ব কোণ। উত্তর-পূর্ব দিকটিকে ভগবান শিবের অঞ্চল বলে। আবার এই দিকের অধিষ্ঠাত্রী দেবতা হলেন বৃহস্পতি। মূলত এইদিকে মুখ করে বসলেই পুজো সফল হয়। ঠাকুর ঘরের জন্য দক্ষিণদিকে মুখ করা অশুভ। তবে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে বসবেন না।