বিভিন্ন রোগের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। কোন এমন রোগ আছে যাতে সবথেকে বেশি মৃত্যু হয় ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, হৃদরোগে সবথেকে বেশি মানুষ মারা যায়। বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। হার্ট অ্যাটাকে মৃত্যুহার অনেক বেশি। ইস্কিমিক হার্ট ডিজিজের পরেই রয়েছে কোভিড ১৯-এর স্থান। ২০২১ সালের সমীক্ষা থেকে এই তথ্য পাওয়া গিয়েছে অন্য তিন রোগের মধ্যে রয়েছে COPD, শ্বাসযন্ত্রে সংক্রমণ। এছাড়া ফুসফুস বা ব্রঙ্কাসের ক্যান্সারেও মৃত্যু হয় মানুষের। তথ্যসূত্র: WHO-র ওয়েবসাইট থেকে তথ্য নেওয়া হয়েছে।