Image Source: Freepik

অনেকের বদহজমের সমস্যা থাকে। হাঁটাহাঁটি করলে সেই ভয় নেই।

Image Source: Freepik

কিন্তু কতক্ষণ হাঁটবেন সেটা গুরুত্বপূূর্ণ। পাঁচ মিনিট হেঁটে ঘরে ঢুকে গেলে হবে না।

Image Source: Freepik

অনেকেরই এখন সুগার রয়েছে। খাওয়ার পর রক্তে সুগার বেড়ে যায়।

Image Source: Freepik

হাঁটলে সেই সুগার নিয়ন্ত্রণে থাকে।

Image Source: Freepik

পাশাপাশি খাওয়ার পর হাঁটার অভ্যাস থাকলে তা হার্টের জন্য ভাল।

Image Source: Freepik

পর্যাপ্ত উপকার পেতে অন্তত ১০ মিনিট হাঁটতেই হবে খাওয়ার পর।

Image Source: Freepik

খুব বেশি হলে ১৫ মিনিট হাঁটতে পারেন। এর বেশি না হাঁটাই ভাল।

Image Source: Freepik

খাওয়ার পর হাঁটলে হজমের প্রক্রিয়া দ্রুত হয়। যা বদহজম হতে দেয় না।

Image Source: Freepik

কোলনের কাজ ঠিকমতো হয়। ফলে পরদিন পেট সাফ হবে।

Image Source: Freepik

ওজন কমাতে চাইলে এই অভ্যাস আজ থেকেই শুরু করুন।