Image Source: PIXABAY

বেলা গড়িয়ে বিকেল হতে অল্পসল্প খিদে পায়? সন্ধে হলে মনে হয়, কিছু একটা না খেলেই নয়?

Image Source: PIXABAY

এমন সময় ভাজাভুজি বা অস্বাস্থ্যকর তেল-মশলাদার খাবারই প্রিয় বিকল্প। কিন্তু স্বাস্থ্যকর বিকল্পও রয়েছে।

Image Source: PIXABAY

কেমন লাগে 'আমন্ড বাটার'? বা 'পিনাট বাটার'?

Image Source: PIXABAY

কলা টুকরো করে কেটে তার উপর 'আমন্ড বাটার' ছড়িয়ে খেয়ে দেখতে পারেন। দারুণ লাগে।

Image Source: PIXABAY

বাদাম, আখরোট, পেস্তা, কিশমিশ, শুকনো অ্যাপ্রিকট ইত্যাদি মিশিয়ে একটা দুরন্ত মিশ্রণ বানাতে পারেন।

নানা রকম সবজি মিশিয়ে রায়তা বানিয়েও খেতে পারেন। এই গরমের সময় অত্যন্ত স্বাস্থ্যকর।

Image Source: PIXABAY

সন্ধের মুখরোচক হিসেবে 'রোস্টেড মাখানা'-র উপর অনেকেই এর উপর ভরসা করেন।

ছোলার চাট বানিয়েও তো দেখতে পারেন। সামান্য মশলা, সঙ্গে টমেটো, শসা, ধনে, লেবুর রস 'মিক্স' করতে পারেন।

Image Source: PIXABAY

এই রকম একাধিক বিকল্প রয়েছে যা আপনি বিকেলের খাবারে 'ট্রাই' করতে পারেন।

Image Source: PIXABAY

খাবারের ক্ষেত্রে স্বাদ এবং স্বাস্থ্যের ভারসাম্যেই সব দিক রক্ষা হওয়া সম্ভব।