Image Source: পিক্স্যাবে

গরমে অনেকেরই মাথার যন্ত্রণা বাড়ে।

Image Source: পিক্স্যাবে

রোদ থেকে ফিরে বা সন্ধ্যেয় কাজ থেকে ফিরে এই যন্ত্রণা বেশি হয়।

Image Source: পিক্স্যাবে

আবার রাতে বেশি গরম থাকলে সকালে ঘুম থেকে উঠেও প্রচণ্ড মাথা ব্যথা হয়।

Image Source: পিক্স্যাবে

এর অন্যতম কারণ হতে পারে ডিহাইড্রেশন।

Image Source: পিক্স্যাবে

শরীরে জল কমে গেলে আমাদের বিভিন্ন অঙ্গের সমস্যা দেখা দিতে থাকে।

Image Source: পিক্স্যাবে

ব্রেনের সিংহভাগটাই জল দিয়ে তৈরি।

Image Source: পিক্স্যাবে

তাই শরীরে জল কমে গেলে ব্রেনেও জল কমে যায়।

Image Source: পিক্স্যাবে

এর ফলে স্নায়ু কোশগুলির ক্ষতি হয়। ঠিকমতো কাজ করে না।

Image Source: পিক্স্যাবে

তাই মাথা ব্যথা কমাতে রোজ ৩ লিটার জল নিয়ম করে পান করা জরুরি।

Image Source: পিক্স্যাবে

ঘাম হলে প্রয়োজন বুঝে আরও কিছুটা জল খেতে হতে পারে।

Image Source: পিক্স্যাবে

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।