সুগন্ধি বা পারফিউমের ব্যবহার এখন বেশিরভাগের ক্ষেত্রে ব্যক্তিস্বাতন্ত্রের প্রতীক। কিন্তু কী ভাবে এই গন্ধ দীর্ঘস্থায়ী করা যায়? সুগন্ধী-ভেদে প্রত্যেকের দেহ আলাদা রকম প্রতিক্রিয়া দেয়। সেই নিজস্বতা মাথায় রেখে সুগন্ধী নির্বাচন জরুরি। যেমন ধরুন, সাধারণ ভাবে শুষ্ক ত্বকের ক্ষেত্রে 'Musky' এবং 'Spicy' সুগন্ধী দুরন্ত কাজে দেয়। চিরুনি বা হেয়ারব্রাশেও কিছুটা পারফিউম ছড়িয়ে নিন। তার পর তা ব্যবহার করুন। পারফিউম রাখার ক্ষেত্রে ঠান্ডা এবং অন্ধকার জায়গা বাছুন। এতে সুগন্ধী দীর্ঘস্থায়ী হয়। 'পালস পয়েন্টস' যেমন ঘাড়, কানের পিছন, কবজি ইত্যাদি জায়গায় পারফিউম ব্যবহার করলে তা দীর্ঘস্থায়ী হয়। সুগন্ধী ব্যবহারের আগে কোনও লাইটওয়েট ময়শ্চারাইজার ব্যবহার করে নিতে পারলে ভাল। সূর্যের আলো পারফিউমের স্থায়িত্বের পক্ষে মোটেও ভাল নয়। সেই মতো ব্যবহার করুন। কবজিতে পারফিউম স্প্রে করার পর ঘষবেন না। এতে সুগন্ধির প্রভাব ধাক্কা খায়। প্রসাধনের যে কোনও সামগ্রীর মতো এটিরও যত্ন প্রয়োজন। বুঝে ব্যবহার করুন।