আয়োডিনের ঘাটতি হলে কী হবে শরীরে ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

আয়োডিন শরীরের জন্য অত্যন্ত উপযোগী পুষ্টি উপাদান।

Image Source: Freepik

এই আয়োডিনের ঘাটতি হলে অনেক সমস্যা দেখা যায়।

Image Source: Freepik

থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে এই আয়োডিন।

Image Source: Freepik

আয়োডিনের ঘাটতিতে থাইরয়েড জনিত গোলযোগ দেখা দেয়।

Image Source: Freepik

একে বলা হয় হাইপোথাইরয়েডিজম।

Image Source: Freepik

এর জন্য চুল পড়ে যাওয়া, ত্বক কুঁচকে যাওয়ার মত উপসর্গ নজরে আসে।

Image Source: Freepik

এছাড়া প্রচণ্ড ঠান্ডা লাগাও এর অন্যতম লক্ষণ।

Image Source: Freepik

ওজন বেড়ে যেতে পারে ব্যাপক হারে।

আর ক্লান্তি, মাংসপেশি দুর্বল হয়ে যাওয়ার মত সমস্যাও দেখা যায়।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik