ফ্যাটি লিভারের সমস্যা এখন ঘরে ঘরে।

Published by: ABP Ananda
Image Source: ABP LIVE AI

এই সমস্য হলে মানুষ বুঝে উঠতে পারে না, কী খাবে আর কী খাবে না।

Image Source: ABP LIVE AI

অনেকেই কালো কফি খেয়ে দিন শুরু করেন। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকেকালো কফি ।

Image Source: ABP LIVE AI

গবেষণায় দেখা গেছে, ব্ল্যাক কফি পান করলে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ঝুঁকি কমে।

Image Source: ABP LIVE AI

এতে থাকা ক্যাফিন লিভারে জমা হওয়া ফ্যাট কমাতে সাহায্য করে, যা লিভারের জন্য ভালো।

Image Source: ABP LIVE AI

লিভারকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায় কালো কফি এবং কোষের প্রদাহ কমায়

Image Source: ABP LIVE AI

টাইপ-২ ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার উভয় ক্ষেত্রেই উপকারী কালো কফি

Image Source: ABP LIVE AI

কালো কফিতে চিনি বা দুধ থাকে না, যে কারণে এটি একটি সম্পূর্ণ লো-ক্যালোরি পানীয়।

Image Source: ABP LIVE AI

একটি গবেষণায় দেখা গেছে যে কফি পানকারীদের মধ্যে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের ঝুঁকিও কম ।

Image Source: ABP LIVE AI

অতিরিক্ত ব্ল্যাক কফি শরীরের ক্ষতিও করতে পারে, তাই সীমিত পরিমাণে পান করুন।

Image Source: ABP LIVE AI