কাঁচা ডিম খেলে কি দ্বিগুণ শক্তি মেলে ?

প্রোটিনের একটি ভালো উৎস বলে মনে করা হয় ডিমকে

এতে ভিটামিন বি-১২ এবং ভিটামিন -ডি পাওয়া যায়

ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী

চলুন জেনে নেওয়া যাক. কাঁচা ডিম খেলে কি দ্বিগুণ শক্তি পাওয়া যায় ?

কিছু মানুষ মনে করেন, কাঁচা ডিম খেলে শক্তি পাওয়া যায়। কিন্তু, এটা পুরো সত্য নয়

কাঁচা ডিম ভিটামিন ও পুষ্টিতে পরিপূর্ণ থাকে

এর সঙ্গে সঙ্গে এটি খেলে আমরা ভালো কোলেস্টেরল পাই

কিন্তু, কাঁচা ডিমে সালমোনেল্লা নামক এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়

যা বমি হওয়া, জ্বর ও মাথায় ব্যথার মতো গম্ভীর সমস্যার কারণ হতে পারে