গরমে অত্যন্ত ঘামের কারণে চুলকানির সমস্যা দেখা যায়।



ঘাম থেকে ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে।



চুলকানি থেকে রেহাই পেতে ঘরোয়া কিছু টিপস মেনে চলুন।



কাপড়ে বরফের টুকরো নিয়ে ত্বকে ঘষলে কাজে দেবে।



কোল্ড কম্প্রেসে চুলকানির জায়গায় ফোলাভাবও কমে যাবে।



চিকিৎসকরা এসময় ক্যালামাইন লোশন লাগানোর পরামর্শ দেন।



এই লোশন দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করলে কাজে দেবে।



এছাড়া স্নানের পর নারকেল তেল লাগালেও রেহাই মিলতে পারে।



নারকেল তেলের বদলে কেউ চাইলে অ্যালোভেরা জেলও লাগাতে পারেন।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।