ঘুমের সময় শরীরে কেঁপে ওঠে। কেন এমনটা হয় জানেন?

Published by: ABP Ananda
Image Source: pexels

ঘুমের সময় শরীরে ঝাঁকুনি অনুভব করাটা অধিকাংশ মানুষেরই হয়ে থাকে। বিরল বিষয় নয়।

Image Source: pexels

ঘুমের সময় শরীরে ঝাঁকুনি হওয়ার ফলে ঘুম ভেঙে যায়। অস্বস্তি হতে পারে

Image Source: pexels

চিকিৎসার পরিভাষায়, একে হাইপনিক জার্ক বলে।

Image Source: pexels

আসুন জেনে নেওয়া যাক ঘুমের সময় শরীরে ঝাঁকুনি কেন আসে।

Image Source: pexels

ঘুমের সময় শরীরে এই ঝাঁকুনিকে হিপনিক জার্ক বলা হয়।

Image Source: pexels

ঘুমের সময় পেশীতে টান ধরে। এর ফলে ঝাঁকুনি আসতে পারে।

Image Source: pexels

এই সমস্যাটি পৃথিবীর ৭০ শতাংশ মানুষেরই হয়।

Image Source: pexels

বেশি ক্যাফিন গ্রহণ, মানসিক চাপের ফলেও এটা ঘটতে পারে।

Image Source: pexels

ঘুমের অভাবের কারণেও ঘুমের সময় শরীরে ঝাঁকুনি আসতে পারে।

Image Source: pexels