দুর্বলতা স্পর্শও করবে না, রোজ খেতে হবে এই Dry Fruit যদি আপনিও দুর্বলতার কারণে ভুগছেন, তো নিয়মিত এই লাল জিনিসটা খান এনার্জি ও ক্ষমতার উৎস বলে মনে করা হয় খেজুরকে খেজুর খেলে আমাদের শরীরে অনেক উপকার হয় খেজুরে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ পাওয়া যায়। যা আমাদের শরীরকে সঙ্গে সঙ্গে এনার্জি জোগায় এতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামও পাওয়া যায় যা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে খেজুরে ফাইবার থাকায়, হজমেও সাহায্য হয় নিয়মিত খেজুর খেলে চিন্তা করার ক্ষমতাও বাড়ে জলে ভিজিয়ে খেজুর খেলে তাতে আরও বেশি উপকার মেলে