একদিনে কতগুলো খেজুর খাওয়া উচিত ? খেজুর মূলত স্বাস্থ্যের জন্য উপকারী খেজুরে ফাইবার থাকে যা হজমে সাহায্য করে খেজুরে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত করে কিন্তু, বেশি পরিমাণে খেলে ক্ষতি হতে পারে চলুন জেনে নেওয়া যাক, একদিনে কতগুলো খেজুর খাওয়া উচিত ? দিনে ২-৩টি খেজুর স্বাস্থ্যের পক্ষে ভাল বলে মনে করা হয় বেশি পরিমাণে খেলে ব্লাড সুগারের মাত্রা বাড়তে পারে সকালে খালি পেটে খেতে পারেন খেজুর তবে, রাতে শোওয়ার সময়ও খাওয়া যায়