Image Source: পিক্স্যাবে

কেউ বেশি ঘুমকাতুরে, তো কেউ কম। কিন্তু তা বলে রোজ রোজ ১৬-১৮ ঘন্টা ?

Image Source: পিক্স্যাবে

পৃথিবীতেই রয়েছে এমন কিছু বিচিত্র জীব। তার মধ্যে আপনার খুব পরিচিত প্রাণীও রয়েছে।

Image Source: পিক্স্যাবে

পাইথন অতি বিপজ্জনক সাপ। কিন্তু ঘুমকাতুরেও। দিনে প্রায় ১৮ ঘন্টা অন্য জগতে থাকে !

Image Source: পিক্স্যাবে

বাদুড় রাতে জাগে। কিন্তু বেশিক্ষণ না। কারণ ঘুমোতেই চলে যায় ১৯-২০ ঘন্টা।

Image Source: পিক্স্যাবে

পেঁচামুখো বাঁদর। আউল মাঙ্কি দিনে ১৬-১৭ ঘন্টা ঘুমোয়।

Image Source: পিক্স্যাবে

গাছে উল্টো হয়ে ঝুলে ঘুমোয় স্লথ। । আরামের জীবনে ২০-২১ ঘন্টা ওতেই যায়।

Image Source: পিক্স্যাবে

জায়ান্ট আর্মাডিলো দেখতে ভয়ঙ্কর। কিন্তু ১৮-১৯ ঘন্টা ঘুমিয়ে থাকে নিরীহের মতো।

Image Source: পিক্স্যাবে

প্রাণীজগতে কুয়ালা আবার রেকর্ড গড়ে ফেলেছে। ২০-২২ ঘন্টা ঘুমিয়ে দিন শুরু হয় এর।

Image Source: পিক্স্যাবে

নর্থ আমেরিকান ওপোসাম দিনে ১৬-১৮ ঘন্টা ঘুমিয়ে থাকে।

ট্রি শ্রিউ দেখতে ছোট্ট মিষ্টি প্রাণী। কিন্তু দিনে ১৬ ঘন্টা ঘুমোয়।