ট্যাটু করালে অনেকক্ষেত্রে অ্যালার্জি তৈরি করে।

ট্যাটুতে ব্যবহৃত সূচের কালি দেখে নেওয়া উচিত।

যেহেতু এই কালি শরীরে প্রবেশ করে, তাই সাবধান।

রাসায়নিকের সংস্পর্শ পৃথক প্রতিক্রিয়া তৈরি করে।

প্রত্যেকের ত্বকের ধরণ আলাদা, তাই বুঝে এগোন।

ট্যাটু অনেক মানুষের ক্ষেত্রেই শরীরে সহ্য হয় না।

ট্যাটু করানোর পর যথেষ্ট পরিমাণে জল খাওয়া উচিত।

অনেকে আবার ট্যাটু করে আবার মুছে ফেলতে চান।

এদিকে লেজার প্রক্রিয়ায় মুছতে গিয়েও ঝুঁকি থাকে।

ট্যাটুর পাশের ক্ষুদ্র রক্তনালীগুলি ভেঙে যেতে পারে।