লেবুর রসে থাকা ব্লিচিং বৈশিষ্ট্য মুখের ছোপের উপর কার্যকরী।

Image Source: pexels

এটি মুখে ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।

Image Source: pixabay

অ্যালোভেরা জেলও মুখের ছোপ কমাতে সাহায্য করে।

Image Source: pixabay

এটি রাতে মুখে লাগিয়ে নিন ও সকালে মুখ ধুয়ে ফেলুন।

Image Source: pexels

আলুর খোসা ১৫ মিনিট ধরে ঘষলে মুখের ছোপ দূর হয়।

Image Source: pexels

হলুদ আর দুধের পেস্ট বানিয়ে ছোপের ওপর লাগান।

Image Source: pexels

হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ও দুধ ত্বককে ময়েশ্চারাইজ করে।

Image Source: pixabay

মুখের উপর শসার টুকরা লাগালে ত্বক ঠান্ডা হয়,মুখের দাগও কমে যায়।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pixabay