Image Source: Pixabay

উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসকরা কাঁচা নুন খেতে বারণ করেন।

Image Source: Pixabay

এছাড়াও কিডনির রোগ সহ বেশ কিছু ক্ষেত্রছ কাঁচা নুন শরীরের জন্য বিপজ্জনক।

Image Source: Pixabay

কিন্তু কেন কাঁচা নুন বেশি ক্ষতিকর, এমন প্রশ্ন অনেকেরই মনে আসতে পারে।

Image Source: Pixabay

আসলে কাঁচা নুনের রাসায়নিক গঠন বেশ জটিল হয়। যা শরীরে প্রবেশ করলে রক্তে চাপ তৈরি করে।

Image Source: Pixabay

এর ফলে রক্তচাপ বেড়ে যায়।

Image Source: Pixabay

কিন্তু রান্না করা নুনে সেই ভয় নেই।

Image Source: Pixabay

আয়োডাইজড নুনের মধ্যে একধরনের আয়রন গঠন থাকে।

Image Source: Pixabay

এই আয়রন গঠন রান্না করার সময় ভেঙে যায়।

Image Source: Pixabay

ফলে শরীর সহজেই শুষে নেয় নুন। তাই রান্না করা নুনে আতটা ভয় নেই‌।

Image Source: Pixabay

তবে এসব সত্ত্বেও রোজ সীমিত নুন খাওয়াই ভাল।