কয়েকটি ভিটামিনের অভাব মুখের ত্বকে একটা কালো ছোপ নিয়ে আসে

Published by: ABP Ananda
Image Source: pexels

আমাদের ত্বকের রং একেকরকম। কখনও কখনও দেখা যায়, কারও গায়ের রং একটু কালচে হয়ে যাচ্ছে।

Image Source: pexels

মুখের চামড়ার রঙে এই পরিবর্তন ভিটামিনের অভাবের সঙ্গে সম্পর্কিত হতে পারে

Image Source: pexels

আসুন জেনে নিই কোন ভিটামিনের অভাবে মুখের রঙ বদলাতে পারে

Image Source: pexels

কারও কারও মতে, ভিটামিন বি১২ এর অভাবে মুখ কালো হতে শুরু করে।

Image Source: pexels

ভিটামিন বি২ কে কোবালামিনও বলা হয়

Image Source: pexels

ভিটামিন বি১২ শরীরের জন্য খুবই দরকারি।

Image Source: pexels

এর অভাবে মুখে সাদা দাগের মতো সমস্যা হতে থাকে

Image Source: pexels

এই সমস্যাটি দূর করতে পনির, ব্রোকলি, দুধ, দই খাওয়া উচিত।

Image Source: pexels