এই ভিটামিনের অভাবে চুল পাতলা হয়ে যায়

Published by: ABP Ananda
Image Source: pexels

আজকালকার খারাপ লাইফস্টাইল আর স্ট্রেসের মধ্যে চুলের সমস্যা বেশ সাধারণ।

Image Source: pexels

চুলের দুর্বল হওয়া, পাতলা হওয়া এবং অতিরিক্ত ঝরে পড়া আজকাল একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

Image Source: pexels

অধিকাংশ মানুষ এর কারণ হিসেবে খারাপ জল, দূষণ, মানসিক চাপ বা খারাপ শ্যাম্পুকে মনে করেন।

Image Source: pexels

এবং প্রায়শই চুল পাতলা হওয়া বা ঝরে যাওয়ার কারণ হল শরীরে ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব।

Image Source: pexels

কোন ভিটামিনের অভাবে চুল পাতলা হয়ে যায় জানেন কি ?

Image Source: pexels

ছেলেদের ভিটামিন বি১২-এর অভাবে চুল পাতলা হয়ে যায়।

Image Source: pexels

ভিটামিন বি১২ চুলের বৃদ্ধিতে দারুণ প্রভাব ফেলে এবং এর অভাবে দ্রুত চুল পড়তে পারে।

Image Source: pexels

এই ভিটামিনের অভাব হলে চুল পাতলা হওয়ার সঙ্গে সঙ্গে চুলের ফলিকলগুলির উপর প্রভাব পড়ে।

Image Source: pexels

এই পরিস্থিতিতে ভিটামিন বি১২- এর অভাব পূরণ করতে ডিম, দুধ এবং দুধ থেকে তৈরি জিনিস, অর্গান মিট, সার্ডিন, স্যামন ও টুনা মাছের মতো খাবার খাওয়া যেতে পারে।

Image Source: pexels