টোম্যাটোর রসে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টস। এগুলি সবই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রান্না করা টোম্যাটোর পরিবর্তে, কাঁচা টোম্যাটো কিংবা টোম্যাটোর রস খাওয়া শরীরের জন্য ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টোম্যাটোর মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। ফলে টোম্যাটোর রস খেলে শরীরের প্রদাহজনিত সমস্যা দূর হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টোম্যাটোর রসে রয়েছে পটাশিয়াম। তাই টোম্যাটোর রস খেলে নিয়ন্ত্রণে থাকে ব্লাড প্রেশারের মাত্রা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে টোম্যাটোর রস। তার ফলে ভাল থাকবে হার্ট।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টোম্যাটোয় রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন কোলাজেন নামক প্রোটিন উৎপাদনে সহায়তা করে। এর সাহায্যে ত্বক থাকে উজ্জ্বল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টোম্যাটোয় রয়েছে লাইকোপেন নামের এক উপকরণ যা আলট্রা ভায়োলেট রে থেকে ত্বকে যে ক্ষতি হয় সেটা দূর করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টোম্যাটোর মধ্যে জলীয় উপকরণের মাত্রা বেশি। তাই টোম্যাটোর রস খেলে বডি হাইড্রেটেড থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিন এ, সি, কে, ভিটামিন বি (বিভিন্ন ধরনের), পটাশিয়াম, ম্যাগনেসিয়াম- এগুলি থাকে টোম্যাটোর মধ্যে। অতএব টোম্যাটো খাওয়া স্বাস্থ্যকর অভ্যাস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টোম্যাটোর রস খেলে বদহজম, কোষ্ঠকাঠিন্য- এসব সমস্যা দূর হয়। তাছাড়াও টোম্যাটোর রস ওজন কমায় দ্রুত।

Published by: ABP Ananda
Image Source: Pexels