Black Coffee-তে কতটা বাড়তে পারে BP ?

দুনিয়াজুড়ে বহু মানুষ চা-কফি পান করে থাকেন

সকালের শুরু থেকে রাত পর্যন্ত অনেকেই চা-কফি পান করে থাকেন

এতে রক্তচাপ বাড়ে কি না তা নিয়ে মানুষ বিভ্রান্ত থাকে

রক্তচাপ এমন একটি রোগ, যা বাড়ুক বা কমুক...দুই ক্ষেত্রেই শরীরে ক্ষতি করে

রক্তচাপের জন্য খারাপ ডায়েট ও নিম্নমানের লাইফস্টাইল দায়ী

চলুন জেনে নেওয়া যাক, কফি পান করলে কি ব্লাড প্রেসার বাড়তে পারে ?

বিশেষজ্ঞরা বলে থাকেন, সীমিত পরিমাণে ব্ল্যাক কফি পান করলে ব্লাড প্রেসার বাড়ে না

কফিতে ক্যাফিন থাকে। যাতে সাধারণত রক্তচাপ বাড়ে না

রোজ ২-৩টি কাপ কফি পান করলে ক্ষতি হয় না। কিন্তু, এর বেশি পান করলে রক্তচাপের সমস্যা দেখা দেয়