বাঁদিক না ডানদিক- ঘুমের সময় কোন দিকে পাশ ফিরে শোওয়া ভাল ?

Published by: ABP Ananda
Image Source: pexels

ঘুমানোর সময় কাত হয়ে শোওয়া আমাদের শরীরে প্রভাব ফেলে।

Image Source: pexels

ঘুমের সময় সঠিক অবস্থানে থাকলে অনেক রোগ থেকে বাঁচা যায়।

Image Source: pexels

বিশেষজ্ঞরা মনে করেন যে, বাম দিকে কাত হয়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো।

Image Source: pexels

বাম দিকে কাত হয়ে ঘুমালে পেটের গ্যাস ও পেট ফাঁপার মতো সমস্যা কমে।

Image Source: pexels

এটা খাবার সহজে হজম করতে সাহায্য করে এবং পেট হালকা লাগে।

Image Source: pexels

বাঁদিকে ঘুমানোর ফলে খাদ্যনালী পরিষ্কার থাকে, যা হজমক্ষমতাকে উন্নত করে।

Image Source: pexels

বাঁদিকে কাত হয়ে ঘুমালে হৃদযন্ত্রে বেশি চাপ পড়ে না।

Image Source: pexels

এর ফলে শরীরের রক্ত ​​সঞ্চালন ভালো থাকে এবং হৃদপিণ্ড সুস্থ থাকে।

Image Source: pexels

এটি স্লিপ অ্যাপনিয়ার সমস্যাতেও উপকার করে।

Image Source: pexels