রোদে পুড়ে ত্বকে এক এক জায়গায় এক এক রং? সমাধান করবে, লেবু আর দই
বর্তমানে কাজের জন্য অধিকাংশ মানুষকেই বাইরে বেরোতে হয়, আর তার ফলেই ট্যান পড়ে যায় হাতে, মুখে ও পিঠে
পাশাপাশি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেও ত্বকের রং অসম হয়ে যেতে পারে
ঘরে রাখা এই ২টি উপকরণের মাধ্যমেই আপনি পেতে পারেন ত্বকের সমান ঔজ্জ্বল্য! জানেন কীভাবে?
একটি বাটিতে ভাল করে মিশিয়ে নিন দই আর লেবুর রস।
এই মিশ্রণটি, শরীরে যে যে জায়গায় ত্বকের অসম রং রয়েছে, সেই জায়গাগুলোতে লাগিয়ে রাখুন ১২-২০ মিনিট
এরপরে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন
এই প্যাকটি সপ্তাহে ২ থেকে ৩ বার পর্যন্ত ব্যবহার করতে পারেন।
যদি আরও ভাল উপকার চান, তাহলে এই প্যাকের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য মধু
তবে এই প্যাকটি ব্যবহারের আগে, প্যাচ টেস্ট করে নেওয়া ভীষণ জরুরি।