ভূত কি ঘরে ঢুকতে চেষ্টা করে?

আমাদের ঘরগুলিতে এমন কিছু আছে যা তাদের আকর্ষণ করে?

ফিজি দ্বীপপুঞ্জের উপজাতিদের বেশ কিছু বিশ্বাস আছে

মৃত্যুর সময় যেদিক দিয়ে দেহ বের করা হয়েছিল সে দিক পছন্দ থাকে

এই উপজাতিরা তাই ঘরের দরজা দিয়ে কখনও মৃতদেহ বের করে না

ঘরের দেওয়ালের একটা অংশ ভেঙে ফেলে

তারা মৃতদেহ বের করে, তারপর দেওয়ালটা জুড়ে দেয়

সাইবেরিয়ার 'কোরাক' উপজাতিরাও মৃতদেহ

তাঁবুর দরজা দিয়ে বার করে নিয়ে আসে না এমনই বিশ্বাস থেকে

সিয়ামিজ উপজাতিরা যেমন মৃতদেহ নিয়ে তিন পাক ছুটে নেয়!

কারণ, ঘোরা মানে ভূতকেও আসার সময় ঘুরতে হবে!

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব।

এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই।