এক পিস পাউরুটিতে কত চামচ চিনি থাকে ?

অধিকাংশ সময়েই মানুষ সকালে চায়ের সঙ্গে Bread খেতে পছন্দ করেন

এছাড়াও আমরা পাউরুটি দিয়ে কিছু না কিছু তৈরি করতেই থাকি

ব্রেড তৈরির সময় তাতে চিনি দেওয়া হয়

চলুন জেনে নেওয়া যাক, এক পিস Bread-এ কত চামচ চিনি থাকে

Bread-এ চিনির মাত্রা তার ব্র্যান্ডের উপর নির্ভর করে

সাধারণত এক টুকরো পাউরুটিতে এক থেকে তিন চামচ পর্যন্ত চিনি থাকে

সাদা পাউরুটিতে এক পিসে এক থেকে দুই চামচ চিনি থাকতে পারে

ব্রাউন পাউরুটিতে ০.৫ থেকে ১ চামচ পর্যন্ত চিনি থাকতে পারে

তাছাড়া মাল্টি-গ্রেন ব্রেড খেলে শরীরে এক থেকে দুই চামচ পর্যন্ত চিনি যেতে পারে