একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত লিভারের ক্ষতি হলে, ফের সারিয়ে তোলা সম্ভব। লিভারের ক্ষতি যদি শুরুতে পরীক্ষায় ধরা পরে, তাহলে সেরে ওঠা সম্ভব

Image Source: Getty

মদ্যপান ত্যাগ করতে পারলে তা লিভারের জন্য সবথেকে ভাল, এছাড়াও কয়েকটি অভ্যেস লিভারের জন্য মারাত্মক

Image Source: Getty

যকৃতের সমস্যা বংশগতও হতে পারে এবং ভুল খাদ্যাভ্যাসের কারণেও হতে পারে।

Image Source: Getty

যদি আপনার লিভার অনেকদিন আগে থেকেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে লিভার সিরোসিসের ঝুঁকি বাড়তে পারে।

Image Source: Getty

অতিরিক্ত মদ্যপান, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, খারাপ জীবনযাত্রা লিভারের ক্ষতির কারণ

Image Source: Getty

চামড়া আর চোখে হলদে ভাব, পেটে ব্যথা বা ফোলাভাব, এর অন্যতম লক্ষণ

Image Source: Getty

যদি শরীরে এমন লক্ষণ দেখা যায় তবে মদ্যপান অবিলম্বে বন্ধ করুন এবং খাদ্যাভ্যাস উন্নত করুন।

Image Source: Getty

যকৃতের ক্ষতির কারণে ক্ষুধা কমে যায়। দুর্বলতা অনুভব হয়।

Image Source: Getty

চুলকানিযুক্ত চামড়া, পায়ে ফোলাভাব, প্রস্রাবের রং পরিবর্তন ইত্যাদি লিভারের রোগের লক্ষণ।