যকৃত খাবার হজম করতে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে।

Published by: ABP Ananda

কিন্তু আমাদের কিছু অভ্যাস এবং অনিয়মিত খাওয়া-দাওয়া লিভার ড্যামেজের কারণ হয়

Published by: ABP Ananda

এই সমস্যা জেনেটিক হতে পারে, তবে বেশি দিন ধরে লিভার ক্ষতিগ্রস্ত হলে লিভার সিরোসিসের ঝুঁকি বেড়ে যায়।

Published by: ABP Ananda

দীর্ঘ সময় ধরে স্থূলতা, অ্যালকোহলের আসক্তি বা সংক্রমণের কারণে লিভার বিকল হতে পারে।

Published by: ABP Ananda

এই সমস্যা হলে ত্বক এবং চোখে হলদে ভাব দেখা যায়

Published by: ABP Ananda

প্রায়ই তলপেটে ব্যথা এবং হাঁটু ও পায়ে ফোলাভাবের সমস্যা হতে শুরু করে।

Published by: ABP Ananda

ত্বকের চুলকানি, গাঢ় রঙের প্রস্রাব, ক্লান্তি, অজ্ঞান হওয়া, বমি বমি ভাব এবং বিভ্রান্তিও লক্ষণ।

Published by: ABP Ananda

এই লক্ষণগুলো দেখা দিলে সবার আগে অ্যালকোহল এবং খারাপ খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে

Published by: ABP Ananda

অনেক সময় বেশি ওষুধ খাওয়ার কারণে বা খাদ্যগ্রহণে স্বাস্থ্যবিধি বজায় না রাখার কারণে এই সমস্যা হতে পারে

Published by: ABP Ananda