পেটের মেদ কমাতে গিয়ে কালঘাম ছুটে যাওয়ার অবস্থা, সকালে এই নিয়মগুলি মেনে চলতে পারেন

Published by: ABP Ananda

এক গ্লাস জলে পাতিলেবু মিশিয়ে পান করলে হাইড্রেট হয় শরীর

Published by: ABP Ananda

সকালে শরীর চর্চায় মেটাবলিজ়ম বাড়তে পারে ফলে মেদ ঝরানো সহজ হয়

Published by: ABP Ananda

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং মেটাবলিজ়ম বাড়াতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার

Published by: ABP Ananda

কী খাচ্ছেন কতটা খাচ্ছেন সেদিকে নজর দিতে হবে সকাল থেকে

Published by: ABP Ananda

হাই-ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং বা HIIT করা যেতে পারে সকালে

Published by: ABP Ananda

সকালে করতে পারেন যোগাসন, কমবে মানসিক চাপ, ঝরবে ওজনও

Published by: ABP Ananda

রাতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন, অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমাতেই হবে

Published by: ABP Ananda

ডায়েটে রাখতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার, তাতে ওজন ঝরবে দ্রুত

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda