বিট খেতে পারেন ওজন কমানোর জন্য। এই খাবারে ক্যালোরি কম। ফাইবারের পরিমাণ বেশি। জলীয় উপকরণও রয়েছে প্রচুর।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় উপকরণ। দ্রুত ওজন কমাতে সাহায্য করে এই ফল। এই ফল কম ক্যালোরি যুক্ত একটি খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পালংশাক খেতে পারেন ওজন কমানোর জন্য। এই খাবারে ক্যালোরি কম। রয়েছে অনেক পুষ্টি উপকরণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সিলেরি এক প্রকারের শাক। এই খাবারেও ক্যালোরির পরিমাণ কম। জলীয় উপকরণ বেশি। ওজন কমাতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্যালাডে অনেকে মুলো খান। লাল এবং সাদা উভয় রঙেই মেলে এই সবজি। ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি যুক্ত এই সবজি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পুদিনা পাতা রাখতে পারেন ওজন কমানোর মেনুতে। পুদিনা পাতা দিয়ে শরবত খেতে পারেন। এই পাতায় ক্যালোরি কম। গুণ অনেক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মাশরুম একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার। মাশরুমে ক্যালোরির পরিমাণ খুবই কম। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে পাতে রাখতে পারেন এই খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লেটুস পাতা দিয়ে অনেকেই বাড়িতে স্যালাড তৈরি করেন। এই পাতায় ক্যালোরির পরিমাণ কম। তবে পুষ্টিগুণ অনেক। তাই ওজন কমাতে খেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফলের মধ্যে আপেল অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। আপেলে ক্যালোরির পরিমাণ কম। রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। পেট ভরিয়ে রাখতে সাহায্য করে এই ফল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওজন কমানোর ক্ষেত্রে যাঁরা কড়া ডায়েট করেন, তাঁদের কম ক্যালোরি যুক্ত খাবার খাওয়ার কথা অবশ্যই খেয়াল রাখা উচিত।

Published by: ABP Ananda
Image Source: Pexels