বাইরে বের হলে ছাতা কখনও পাশের সিটে রাখবেন না।

বাইরে বের হলে ছাতা কখনও পাশের সিটে রাখবেন না।

বর্ষায় ভেজা ছাতার জন্য সঙ্গে প্লাস্টিক রাখুন আলাদা করে।

বর্ষায় ভেজা ছাতার জন্য সঙ্গে প্লাস্টিক রাখুন আলাদা করে।

ট্রেন-বাসে উঠলে ভেজা ছাতা প্লাস্টিকে রেখে ব্যাগে নিন।

ট্রেন-বাসে উঠলে ভেজা ছাতা প্লাস্টিকে রেখে ব্যাগে নিন।

এতে ব্যাগও ভিজবে না, কখনও ভুলে যাবেন না।

এতে ব্যাগও ভিজবে না, কখনও ভুলে যাবেন না।

অফিসে ছাতা শুকোতে দিলে চোখে পড়ে এমন জায়গায় রাখুন।

অফিসে ছাতা শুকোতে দিলে চোখে পড়ে এমন জায়গায় রাখুন।

ছাতা কেনার সময় ঝলমলে রঙের ছাতা কেনার চেষ্টা করুন।

ছাতা কেনার সময় ঝলমলে রঙের ছাতা কেনার চেষ্টা করুন।

লালের তরঙ্গ দৈঘ্য বেশি, নজরে থাকবে, হারাবে কম।



হলুদ, কমলা রঙের ছাতাও ব্যবহার করতে পারেন।

হলুদ, কমলা রঙের ছাতাও ব্যবহার করতে পারেন।

অফিসে খোলা রাখলে সহকর্মীকে জানিয়ে রাখুন।

অফিসে খোলা রাখলে সহকর্মীকে জানিয়ে রাখুন।

এই চেষ্টাটুকু থাকলেই ছাতা হারাবে না।

এই চেষ্টাটুকু থাকলেই ছাতা হারাবে না।