ওজন ঝরানোর ক্ষেত্রে, এবং স্বাস্থ্যকর খাদ্যের প্রয়োজনে এখন স্মুদির প্রচলন ব্যাপক। নানা ধরনের ফল মিক্সারে দিয়ে পিশলেই তৈরি।

Published by: ABP Ananda

অ্যান্টিঅক্সিড্যান্টসে ভরপুর নানা ধরনের বেরির সঙ্গে ফাইবার সমৃদ্ধ ওটস, একসঙ্গে মিশিয়ে খেলে খিদেও মেটে, স্বাস্থ্যেও উপকারী।

Published by: ABP Ananda

পালং শাকের মতো ফ্যাট বার্নিং উপাদান সমেত সবজি ব্লেন্ড করে স্মুদি করতে পারেন। এতে ফাইবারের পরিমাণও প্রচুর যা পেট ভরায়।

Published by: ABP Ananda

আপেলের সঙ্গে দারুচিনি ব্লেন্ড করে খান। আপেলের ফাইবার ও দারুচিনির হজমশক্তি বাড়ানোর ক্ষমতা দারুণ। স্বাদও দুর্দান্ত।

Published by: ABP Ananda

অ্যাভোকাডোর স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে নারকেলের মিশ্রণ সুস্বাদু ও স্বাস্থ্যকর। কার্বোহাইড্রেটের চাহিদা কমায়, পুষ্টিগুণে ভরপুর।

Published by: ABP Ananda

স্ট্রবেরি বা যে কোনও বেরিতে ওজন ঝরানোর ক্ষমতা থাকে। সেই সঙ্গে রিফ্রেশিংও। তার সঙ্গে তুলসি পাতা হজমের ক্ষমতা বাড়ায়।

Published by: ABP Ananda

সেলারি নামক শাকের সঙ্গে আপেল মিশিয়ে খেতে পারেন। ওজন ঝরবে এবং আপেলের স্বাদে প্রাকৃতিকভাবে মিষ্টি হবে স্মুদি।

Published by: ABP Ananda

ওজন ঝরানোর জন্য চিয়া বীজ এখন অপরিহার্য। ফাইবার সমৃদ্ধ এই বীজের সঙ্গে বেরির মিশ্রণ প্রদাহ কমাতেও সহায়তা করে।

Published by: ABP Ananda

আমন্ডের সঙ্গে দই মিশিয়ে ব্লেন্ড করে তৈরি করুন স্মুদি। প্রোটিন, পুষ্টিগুণে ভরপুর। খিদে মেটায়। স্বাস্থ্যকর ফ্যাট ডায়েটে সাহায্য করে।

Published by: ABP Ananda

ব্ল্যাকবেরির সঙ্গে কলা মিশিয়ে স্মুদি খেতে পারেন। কলার ফাইবার ও ব্ল্যাকবেরির অ্যান্টিঅক্সিডেন্টস পেট ভরায়। ওজন কমাতে সাহায্য করে।

Published by: ABP Ananda