এটি আমার, এটি অপরের-এসব করে নিজেকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে বেঁধে রাখি আমরা।



আর তা থেকেই জীবনে নানা অশান্তি। মা শান্তির সন্ধান দিয়েছেন খুব সহজ কথায়।



সংসারে অশান্তির কারণই হল দ্বেষ। এই পারস্পরিক বিরোধ দূর করতে মনে রাখতে হবে মায়ের একটি কথা।



- সকলের ওপর সমান ভালবাসা হয় কী করে জানো? যাকে ভালবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না। তবেই সকলের ওপর সমান ভালবাসা হয়।



'যদি শান্তি চাও মা, কারও দোষ দেখোনা। দোষ দেখবে নিজের' যদিও বিষয়টি সহজ নয় ।



মা বলেছিলেন, যার ভিতর দয়া নেই, সে কি মানুষ? তাই সবার উপর দয়ার মনোভাব রাখতে হবে।



সংসারে সকলেই একে অপরের নিন্দে করে থাকে। বরম মা সারদার পরামর্শ, নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু কী করে যে তাকে ভালো করতে হবে, তা বলতে পারে ক'জনে?'



এটি আমার, এটি অপরের-এসব করে নিজেকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে বেঁধে রাখি আমরা।



তাই শ্রীমা তাঁর সন্তানদের উদ্দেশে বলা গিয়েছিলেন, 'জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার।'



ঠাকুরের ভাষায় 'কাঁচা আমি'কে ত্যাগ করে অনন্তে নিজের স্বত্ত্বাকে তুলে ধরতে হবে।