মাখানা সাধারণ খাওয়া হয়, এমনকী রান্নার স্বাদ বাড়াতেও কাজে লাগে, তবে সরাসরি ত্বকে ব্যবহারেও হাতেনাতে ফল পেতে পারেন

Published by: ABP Ananda

মাখানার সঙ্গে একাধিক উপাদান মিশিয়ে ফেসপ্যাক তৈরি করলে ত্বক হাইড্রেট হয় এবং কোলাজেন উৎপাদন হয়

Published by: ABP Ananda

মাখানায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে হাইড্রেট রাখে এবং অকাল বার্ধক্যের ছাপ রোধ করে

Published by: ABP Ananda

মাখানা পাউডারের সঙ্গে নিমের পেস্ট মিশিয়ে নিন, ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

তিসি বীজের জেল তৈরি করে তাতে দিন মাখানা পাউডার, ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

কাঁচা দুধের সঙ্গে মাখানা গুঁড়ো মিশিয়ে নিন, মুখে মেখে ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

দুই টেবিল চামচ চাল ধোওয়া জলের সঙ্গে মাখানা মেশান, তাতে দিন দু ফোঁটা অলিভ ওয়েল

Published by: ABP Ananda

মাখানা পাউডারের সঙ্গে আমন্ড মিল্ক মিশিয়ে নিন, মুখে মেখে শুকিয়ে গেলে ধুয়ে নিন

Published by: ABP Ananda

সম পরিমাণ মাখানা পাউডার এবং ওটমিল মেশাতে হবে, মেখে স্ক্রাবিং করে ধুয়ে নিন, ফল পেতে সপ্তাহে দুবার ব্যবহার করুন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda